parbattanews

উন্নয়ন কাজে বাধাঁ দিলে শান্তিচুক্তির সুফল বাধাগ্রস্ত হবে: এমপি দীপংকর

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের উন্নয়ন কাজে বাধাঁ দিলে শান্তিচুক্তির সুফল বাধাগ্রস্থ হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে দুর্গম বরকল উপজেলার মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুবলং ক্যাম্প কমান্ডার মেজর নূর উদ্দিন আহম্মাদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমদ, সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুবলং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিলন শংকর কারবারি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি অর্থায়নে ৭১ লক্ষ টাকা ব্যায়ে মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন। রাঙামাটি: জেলা পরিষদের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যায়ে সুভলং উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে মিতিঙ্গাছড়ি কারিগরি শিক্ষা ভবনের উর্ধমুখী সম্প্রসারণের ভিত্তির স্থাপন করেন।

Exit mobile version