parbattanews

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে এনডিসি টিমের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে ন্যাশনাল ডিফেন্স কোর্স-এ (এনডিসি) অংশকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোর্ডের কর্ণফুলী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, ন্যাশনাল ডিফেন্স কলেজের রিয়াল অ্যাডমিরাল আনোয়রুল ইসলাম, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) মো. শাহিনুল ইসলাম, সদস্য (প্রশাসন) প্রকাশ কান্তি চৌধুরী, ন্যাশনাল ডিফেন্স কলেজ এর মেজর জেনারেল রশিদসহ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে নব বিক্রম বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে সরকার নানামূখী পরিকল্পনা হাতে নিয়েছেন।

অতীতের যে কোন সরকারের চেয়ে আ’লীগ সরকার পাহাড়ের উন্নয়নে অভূতপূর্ব উন্নতি করেছেন। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে সরকারের সাফল্য জয়জয়কার বলে চেয়ারম্যান যোগ করেন।

Exit mobile version