উপজেলা আ’লীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ এনে রামগড়ে ৫৫ জন নেতাকর্মী পদত্যাগ

Picture1

উপজেলা প্রতিনিধি, রামগড়:
খাগড়াছড়ি রামগড় উপজেলা আ’লীগের  সভাপতি  মোস্তফা হোসেন ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলম আলমগীর এর বিরূদ্ধে দলীয় আদর্শ, তথা গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থি কার্যক্রম, চাঁদাবাজি ও দুর্নীতির সুর্নিদ্দিষ্ট অভিযোগ এনে সম্প্রতি দলের সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম মজুমদার এর সভাপতিত্বে নিজ বাসবভনে অনুষ্ঠিত বিশেষ সভায় ৬ জন উপদেষ্টা, ৪৯জন সিনিয়র নেতাকর্মী যৌথ স্বাক্ষরে পদত্যাগ করেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলা আ’লীগের কিছু ত্যাগী নেতা-কর্মীর উপর কতিপয় বিপথগামী যুবলীগ কর্মীর মারধর ও অপমান করা, দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া ও নিবার্চন করাসহ উপজেলা যুবলীগ এর নামধারী কতিপয় কর্মী দ্বারা দলীয় নাম ভাঙিয়ে করে  চাঁদাবাজি করা হচ্ছে মর্মে অভিযোগ করে পদত্যাগপত্রে স্বাক্ষর  করেন।

এ বিযয়ে জেলা আ’লীগ কমিটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আ’লীগ চট্রগ্রাম জেলা ও সভাপতি/সম্পাদক বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, বরাবরে সিনিয়র সহ সভাপতির স্বাক্ষরে অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন