উপজেলা নির্বাচনের আগেই জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন কক্সবাজারের লক্ষাধিক নতুন ভোটার

upazila election logo

কক্সবাজার প্রতিনিধি :

আসন্ন উপজেলা নির্বাচনের আগেই কক্সবাজার এলাকার নতুন ভোটাররা ভোট দিতে পারবেন বলে আশা করছেন নির্বাচন কর্মকর্তারা। এ লক্ষে জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন কক্সবাজার জেলার লক্ষাধিক নতুন ভোটার । এরই মধ্যে এক লাখ ৬ হাজার ১’শ ৯৩ জন নতুন ভোটারের জাতীয় পরিচয়পত্র জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে বলে জানা গেছে। হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ণ কার্যক্রমে সম্পৃক্ত কর্মীদের মাধ্যমে ভোটারদের পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভুইঞা জানান, ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় ১ লাখ ৬ হাজার ১’শ ৯৩ জন নতুন ভোটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। হালনাগাদে অন্তর্ভুক্ত হওয়া সব ভোটারের পরিচয়পত্র উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নতুন অর্ন্তভুক্ত হওয়া ভোটাররা নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে তাদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইতোপূর্বে যারা সম্পৃক্ত ছিলেন এসব কর্মীদের মাধ্যমে নতুন ভোটারদের পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন, চকরিয়া উপজেলা নির্বাচন অফিসে ২১ হাজার ৯৯৫ জনের জাতীয় পরিচয়পত্র, পেকুয়া উপজেলা নির্বাচন অফিসে ৯ হাজার ১৪৩ জনের, কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসে ৬ হাজার ৮৩ জনের, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসে ১৬ হাজার ৪১১ জনের, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসে ১৭ হাজার ৯২৩ জনের, রামু উপজেলা নির্বাচন অফিসে ১৫ হাজার ২১৯ জনের, উখিয়া উপজেলা নির্বাচন অফিসে ৭ হাজার ৬২৩ জনের এবং টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ১১ হাজার ৭ ৯৬ জনের পরিচয়পত্র ইতোমধ্যেই পৌঁছানো হয়েছে। বিতরণ চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই পরিচয়পত্র বিতরণ কাজ শেষ হবে ।

আগামী উপজেলা নির্বাচনের আগেই এই এলাকার নতুন ভোটাররা ভোট দিতে পারবেন বলে আশা করছেন নির্বাচন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন