parbattanews

উপজেলা নির্বাচনে তিন পার্বত্য জেলায় বাঙালি প্রার্থীদের মনোনয়ন দিতে হবে: পার্বত্য অধিকার ফোরাম

প্রেসবিজ্ঞপ্তি:

আসন্ন ২০১৯ সালের উপজেলা নির্বাচনে তিন পার্বত্য জেলায় বাঙালি প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য অধিকার ফোরাম।

রবিবার(২৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার কারণেই তিন জনই উপজাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

৫১ শতাংশ বাঙালিদের প্রতিনিধি হিসেবে ক্ষমতার সম-বন্টনের জন্য আওয়ামী লীগ সরকার একজন বাঙালিকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়নের শ্লোগানে একজন বাঙালি এমপি নির্বাচিত হতেন।

তবুও উন্নয়নের পক্ষে আওয়ামী লীগের সিদ্ধান্তকেই সাদরে গ্রহণ করে উপজাতীয় প্রার্থীদেরকেই ভোট দিয়েছে বলে জানায় সংগঠনটি।

তাই তৃণমূল পর্যায়ে ক্ষমতার সমবন্টন ও ভারসাম্য ঠিক রাখতে উপজেলা নির্বাচনে তিন পার্বত্য জেলায় ৮০ শতাংশ বাঙালি প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য অধিকার ফোরাম।

বিবৃতিতে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. মাঈন উদ্দীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য উপজাতীয় জনগণের ন্যায় পিছিয়ে পড়া ৫১শতাংশ বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে বাঙালি প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে।

তিনি বলেন, উন্নয়ন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনজন এমপি, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, তিন জেলা পরিষদ চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, তিন জেলা আওয়ামী লীগ সভাপতিসহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের ৯০% শতাংশেরও বেশি স্থান দখল করে আছে উপজাতীয় প্রতিনিধি।

তাই প্রতিনিধিত্বহীন পিছিয়ে পড়া বাঙালিদের এগিয়ে আনতে উপজেলা নির্বাচন ২০১৯ এ যৌক্তিক ভাবেই ৮০% শতাংশ বাঙালি প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।

পার্বত্যুচুক্তির বিষয়ে মাঈন উদ্দিন বলেন, আমাদের প্রতিক্ষিত আওয়ামী লীগ টানা তৃতীয়বার সরকার গঠন করায় আওয়ামী লীগ সরকারের কাছে প্রত্যাশার জায়গা  একটু বেড়েছে। তাই আওয়ামী লীগ সরকারের চেষ্টায় স্বাক্ষর হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি-১৯৯৭ এর অসাংবিধানিক ধারাসমূহ সংশোধন করে চুক্তি হতে বাদ পড়া, পিছিয়ে থাকা বাঙালি জনগোষ্ঠীকে উপজাতীয়দের মতোই সমভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে চুক্তিতে  অন্তর্ভূক্ত করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তিনি।

Exit mobile version