parbattanews

কাপ্তাই কর্ণফুলী মুখবিটে বনদস্যুদের উৎপাত, ফাঁকাগুলি চালিয়ে সরঞ্জাম ‍উদ্ধার

কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালের মুখবিট এলাকায় বনদস্যুদের উৎপাত বৃদ্ধি ,ফাঁকাগুলি চালিয়ে গাছ কাটা সরঞ্জাম ‍উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট এলাকায় বনদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত দেশিও তৈরি সরঞ্জাম নিয়ে দল বেঁধে গাছ কাটার জন্য হর-হামেশে হানা দেয় বনদস্যুরা।

খালের মুখ বিট অফিসার চন্দ্র শেখর জানান , তার নেতৃত্বে বিটের ১৯১৮সনের বাগানে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে দু’রাউন্ড ফাঁকাগুলি চালিয়ে চলতি সপ্তাহে গাছকাটা সরঞ্জাম ৬টি বড় গেদু দা, ২টি করাত‘সহ বিবিধ জিনিস উদ্ধার করা হয়।

এদিকে বনদস্যুরা বন বিভাগের টহলরত লোকদের টের পেয়ে পালিয়ে যাব বলে বিট কর্মকর্তা উল্লেখ করেন। উদ্ধার করা জিনিসের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

Exit mobile version