parbattanews

উৎপাদন বেড়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে

Pic-02-08-15-2
ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। বিগত ১০ বছরে তুলনাই এবছর সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি জেনারেটরের সর্বোচ্চ মাত্রায় উৎপাদনে সম্ভব হয়েছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের পাঁচ মাসে ৫’শ কোটি আয় করেছে বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। তাছাড়া চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসেও ২শ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে। অন্যদিকে গত জুন মাসে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ১৬ কোটি ৮৮ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ছিল এক’শ কোটি টাকা। জুলাই মাসেও ১৬ কোটি ৯০ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ছিল এক’শ কোটি টাকার উপরে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও অনুরুপ বিদ্যুৎ উৎপাদন হয়।

এ ব্যাপারে রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান জানান, চলতি বছর কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। তাছাড়া জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে প্রতি মাসে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে গড়ে এক’শ কোটি টাকার বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের এ ধারাবাহিকতা ২০১৬ সালে পর্যন্ত অব্যাহত থাকতে পাড়ে।

Exit mobile version