parbattanews

উৎসব মুখরিত দিঘীনালা: প্রধান প্রধান ধর্মীয় উৎসব পালন

মোঃ আল আমিন, দিঘীনালাঃ

দিঘীনালায় উপজেলা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা, মুসলমানদের পবিত্র ঈদ-উল-আজহা’র উৎসবের রেশ শেষ হতে না হতেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা ও মাসব্যাপী কঠিন চিবরদানকে কেন্দ্র করে আবার উৎসবে মেতেছে গোটা দিঘীনালা।

পুরো উপজেলায় সাম্প্রদায়ীক সম্প্রীতির সুবাতাস বইছে। সার্বজনীনতার অনুপম দৃষ্টান্ত সৃষ্টি করে সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের উৎসবে সামিল হচ্ছে।

এই সার্বজনীন আনন্দে যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। দিঘীনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল লোকমান আলী বলেন, “নিরাপত্তাবাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতিও সন্তোষজনক।” দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটু বলেন, “উৎসবে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা তৈরী না হয়, সে সম্পর্কে পুলিশ বাহিনী সজাগ রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পরিমান নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে।”

Exit mobile version