parbattanews

ঋণের কিস্তি স্থগিত রাখার দাবি পার্বত্য শ্রমিক পরিষদের

প্রেস বিজ্ঞপ্তি:

এনজিও সংস্থাগুলির রাঙ্গামাটি জেলায় বিতরণকৃত ঋণের কিস্তি কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবী জানিয়েছেন পার্বত্য শ্রমিক পরিষদ।

জুনমাসে রাঙ্গামাটি জেলায় ভয়াভহ প্রাকৃতিক দূর্যোগে প্রায় দুই শতাধিক প্রাণহানি সহ শত শত বসতঘর ধংসস্তুপে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত হয় যাতায়াত ব্যবস্থা। হত দরিদ্র দিনমজুরসহ সকল ব্যবসায়ীরা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বর্তমানে চরম সংকটে। যাদের মধ্যে বেশিরভাগ পরিবার এনজিও সংস্থাগুলোর বিতরণকৃত ক্ষুদ্র ঋণের কিস্তি সমস্যায় জর্জরিত।

আয়হীন পরিবারের ক্ষুদ্র ঋণের কিস্তি “মরার উপর খড়ার ঘাঁ” হয়ে দাঁড়িয়েছে। ভয়াভহ এদূর্যোগে ক্ষতিগ্রস্তদের জীবনযাপন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এনজিও সংস্থাগুলির বিতরণকৃত ঋণের কিস্তি স্থগিত না হলে জন দুর্ভোগ জন বিক্ষোভে পরিনত হবে।

তাই জন বিক্ষোভ এড়াতে পার্বত্য প্রশাসন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এনজিও সংস্থার নীতি নির্ধারক মহলের সুদৃষ্টি আকর্ষন করেছে পার্বত্য শ্রমিক পরিষদ।

Exit mobile version