parbattanews

এএসপির নাম ভাঙ্গিয়ে বান্দরবানে ব্রীকফিল্ড মালিকদের কাছ থেকে চাঁদাবাজি

মো: কামরান ফারুক, বান্দরবান 
বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে কে বা কারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ব্রীকফিল্ড মালিকদের কাছ থেকেঘটনাটি জানাজানি হলে পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছেসূত্রে জানা যায়, এক পুলিশ কনস্টেবলের ক্যান্সার হয়েছে, তার চিকিসার জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র বান্দরবানের, ব্রীকফিল্ড মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে। ব্রীকফিল্ড মালিক মো. ইসলাম কোম্পানি, মকসুদ আহম্মদ, বাবু কাজল কান্তি দাশ, আবদুল কাদের সওদাগর, লামার উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইলসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা তুলে গা ঢাকা দেয় সংঘবদ্ধ চক্রটি।
Exit mobile version