একই পরিবারের ৩ জনসহ হেডম্যান পাড়ার ৬ জন নিহত, মহালছড়িতে নেমে এসেছে শোকের ছায়া

IMG_20170203_163823 copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনের সামনে শুক্রবার সকাল ১০টার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পর্যটক ও মন্দিরে আসা লোকজনের উপর পাথর বোঝাই একটি ঘাতক ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ৭ জন  নিহত হয়। আরও অনেকেই গুরুতর আহত হয়েছে।

নিহতদের মধ্যে মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়ার একই পরিবারের দুই জনসহ মোট ৫ জন নিহত হয় এবং দুই জন গুরুতর আহত হয়।

নিহত ৭ জনের মরদেহ বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি মেডিকেল থেকে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মরদেহ বিকাল পৌনে ৫টায় মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়া পৌঁছালে নিহত স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। ওই এলাকায় এখন চলছে শোকের মাতম।

এদিকে মরদেহ পৌঁছার পরপরই খবর আসে গুরুতর আহত থাকা চাইলাপ্রু মারমার মেয়ে ববি মারমা (১৩) চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ নিয়ে একই পরিবারে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জন, এবং চোংড়াছড়ি হেডম্যান পাড়ার মোট নিহতের সংখ্যা ৬ জন।

নিহতরা হলেন, মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়ার বাসিন্দা চাইলাপ্রু মারমার স্ত্রী নেইম্রা মারমা (৩৮), মেয়ে নুনুমং মারমা (৬) মেয়ে ববি মারমা (১৩), মমং মারমার মেয়ে মাটিং মারমা (৬),মং মারমার ছেলে উচানুং মারমা (১৫)এসএসসি পরিক্ষাথী, মংক্রু মারমার ছেলে অংক্রইচিং মারমা (১৫)এসএসসি, পরিক্ষার্থী।

এদিকে নিহতদের মরদেহ এলাকায় পৌঁছার পর মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান বাবু রতন কুমার শীল শোকার্ত পরিবারদের সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন