parbattanews

একটি কলার দাম যখন ২৫ টাকা!

রাঙ্গামাটি প্রতিনিধি:

কলা হরেক জাতের হলেও কোন কোন কলা খেতে সুস্বাদু। আমাদের দেশে সাধারণত বাংলা, চাপা, সাগর, সবরি কলাসহ বেশ কিছু নাম না জানা কলা রয়েছে। যেগুলোর মধ্যে প্রায় সবই পাকলে খাওয়ার উপযোগী হয়। তবে কোন কোন কলা রান্না করেও খাওয়া যায়। প্রায় জাতের কলা অধিকাংশই হয় বেঁটে। তবে সাগর কলাই সম্ভবত
সবচেয়ে লম্বা এবং মোটা। কিন্ত যদি এর চাইতেও বেশী লম্বা এবং মোটা কলা বাজারে পাওয়া যায় স্বভাবতই মানুষের দৃষ্টিতে সেদিকেই যায়।

প্রশ্ন থেকে যায় এটি আবার কোন জাতের কলা? হ্যাঁ সত্যিই সব জাতের লম্বা কলাকে ছাড়িয়ে এবার
রাঙ্গমাটি শহরে পাওয়া গেল নেপালি জাতের সাগর কলা। আর প্রতিটি কলার দামই হাঁকানো হয়েছে ২০/২৫ টাকা।

রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপি জেলা কার্যালয়ের পাশে ‘লিটন টি হাউজ’ এ বিক্রি হচ্ছে নেপালি জাতের সাগর কলা।

বুধবার (০১ মে) সকালে এ কলা যখন তাঁর দোকানে আনা হয় তখন ক্রেতা সাধারনের মনে নানা প্রশ্ন।

দোকান মালিক লিটনকে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, প্রতিটি কলা ২৫ টাকা। দাম শুনে অনেকের চোখ কলার দিকেই স্থির। আবার কেউ কেউ প্রশ্ন
করেছেন কোথা থেকে এটি আনা হয়েছে? কার বাগানের কলা? কে চাষ করছেন? ইত্যাদি ইত্যাদি।
দোকানে যারাই আসছেন এত বড় কলা দেখে নজর সরাতে পারছেন না কেউই। বেচারা লিটন কলার দাম আর নানা প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান।

দোকান মালিক আরও জানান, তিনি কলাগুলো শহরের রিজার্ভ বাজারস্থ ২নং পাথরঘাটা এলাকা থেকে মাসুমের কাছ থেকে ১শ’ ৫০টি কলা ২ হাজার ৫শ’ টাকায় কিনেছেন।

তিনি বলেন, এটি নেপালি সাগরিকা কলা বলে বিক্রেতা তাঁকে
বলেছেন। প্রতিটি কলা লম্বায় ৯ ইঞ্চি আর মোটাতে সাড়ে ৩ ইঞ্চি। দেখতে সাগর কলারই মতোই। এখানে এ কলার চাষ আর কেউ করছেন কিনা তাঁর জানা নেই।

Exit mobile version