parbattanews

একটি গাছ কাটলে দশটি চারা রোপন করুন- বীর বাহাদুর এমপি

Bandarban mp 22.6.2013
নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উ শৈ সিং এমপি বলেছেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। রোদ-বৃষ্টি ও খরার হাত থেকে একমাত্র বৃক্ষ আমাদের রক্ষা করে। তাই পাহাড়ের বসবাসকারীরা পরম যতেœ গাছকে লালন পালন করে। পাহাড়ের গরীবের এক মাত্র সম্বল বৃক্ষ। দুর্দিনে যে কোন সময় প্রাপ্ত বয়স্ক গাছ বিক্রি করে তার অভাব বা সংকট নিরসন করে থাকে। শনিবার সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও ফল মেলায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের ধনী দেশ গুলোর শিল্পায়নের কারণে বাংলাদেশ হুমকি মুখে পড়েছে। দিন দিন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দেশে যে কোন সময় সুনামীর বা জলোচ্ছাসের আশংখা রয়েছে। সুনামী ও জলোচ্ছাসের হাত থেকে রক্ষা পেতে আমাদের থেকে ঘরের আশে পাশে বা খালি জায়গায় বেশী বেশী গাছ বা চারা রোপন করতে হবে। তিনি সকলের উদ্দ্যেশে বলেন, একটি গাছ কাটলে দশটি চারা রোপণ করুন।
জেলা প্রশাসন ,বনবিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের উদ্দ্যোগে কালেক্টরেট ভবন চত্ত্বরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ ও ফল মেলা অনুষ্টান জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুল আহসান, বিভাগীয় বন কর্মকর্তা তৌছিফুল বারী খান, পাউল্পউড বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম,বি আর ডিবির উপ-পরিচালক তায়েবুল দড়িম প্রমুখ। অনুষ্টানে একটি বাড়ি একটি খামার প্রকল্প ২০১২ কার্যক্রমের শ্রেষ্ঠ দশজনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্টান শেষে প্রধান অতিথি কালেক্টরেট ভবন চত্ত্বরে একটি বকুল চারা রোপন করেন।
এর আগে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়গ প্রদক্ষিন করে পূন:রায় কালেক্টর ভবন চত্ত্বরে শেষ হয়।  

Exit mobile version