parbattanews

একদিকে চলছে অবরোধ, অপরদিকে রাঙামাটিতে চলছে ভূমি কমিশনের বৈঠক

rangamati-pic-30-10-16-1-1-copy

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় বৈঠক রাঙামাটিতে শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় রাঙামাটি সার্কিট হাউজে কমিশনের উদ্যোগে আয়োজিত বৈঠকে কমিশন ৮ সদস্য যোগ দেন। অন্যদিকে বৈঠকের প্রতিবাদ এবং ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বাঙ্গালীদের ডাকে সড়ক অবরোধ চলছে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আনোয়ারুল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটির চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ির মং সার্কেল চীপ সাচিং প্রু চৌধুরী ও বান্দরবানের বোমাং সার্কেল উ ছ প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রশিদ আমিন ও কমিশনের সচিব রেজাউল করিম বৈঠকে যোগ দিলেও কমিশনের অপর এক সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজেরি চৌধুরী বৈঠকে উপস্থিত হয়নি।

পার্বত্য চট্টগ্রামের বিরাজমান ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের জমাকৃত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়াসহ ভূমি সংক্রান্ত বেশকিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এদিকে পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে আজ রবিবার রাঙ্গামাটি, ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পার্বত্য অঞ্চলের পাঁচটি বাঙ্গালী সংগঠন। শহরে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে। গত ৬ অক্টোবর সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন পাশ হওয়ার পর এটা কমিশনের দ্বিতীয় বৈঠক।

প্রসঙ্গত, চলতি বছরের ০৮ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামের বিরাজমান ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের ৪৫ দিনের মধ্যে জমাকৃত আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. রেজাউল করিম। এ গণবিজ্ঞপ্তির পর তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত মানুষগুলোর মধ্যে থেকে প্রায় ১৪ হাজার ৮২০টি আবেদনপত্রও জমা পড়ে ।

Exit mobile version