parbattanews

একাত্তরের দোসরেরা আজও এদেশের উন্নয়নকে বিশ্বাস করতে চায় না: কুজেন্দ্র লাল ত্রিপুরা

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, হবে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কিন্তু যারা এদেশের উন্নয়ন চায় নি,সোনার বাংলাদেশ চায় নি। একাত্তরের দোসররা আজও এদেশের উন্নয়নকে বিশ্বাস করতে চায় না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে তারা বিশ্বাস করতে চাইছে না।

তিনি আরও বলেন, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সকল প্রতিহত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ির তাইন্দং ইউনিয়নের “তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও অত্র ইউনিয়ন শাখার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভায় প্রধান অতিধির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় মাটিরাঙ্গা উপজেলা তাইন্দং বাজারে এ শোক সভায় বাংলাদেশ আওয়ামী লীগ তাইন্দং ইউনিয়নের সভাপতি মো. আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ শোক সভায় তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, জেৱা বৌদ্ধ ধর্মীয় কৰ্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা কণিসহ জেলা -উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

একাত্তরের দোসরেরা আজও এদেশের উন্নয়নকে বিশ্বাস করতে চায় না: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Exit mobile version