এক গেমসে পরিচয়, পরের গেমসে স্বর্ণজয়

fec-image

দুই এথলেটের পরিচয় হয় ২০১৩ সালে গোলকোস্ট কমনওয়েলথ গেমসের ক্যাম্প চলাকালীন সময়ে। তারা হচ্ছেন আল-আমিন ও নিশা। ক্যাম্প চলাকালীন সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ছয় বছর চুটিয়ে প্রেম করেন।

অবশেষে ২০১৯ সালের ১৬ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই প্রেমিকযুগল। ঢাকার কেরানীগঞ্জে সংসার পেতেছেন দুই ক্রীড়াবিদ। এমন প্রেমকাহিনীর সফল পরিণতির অনেক উদাহরণ আছে দেশে। তবে আল-আমিন ও নিশা জুটির একটি বিষয় অভিনব। সেটি হলো এক গেমসে পরিচয় হয়েছে তাদের। পরের গেমসে স্বর্ণ জয় করলেন এই দম্পতি।

সর্বশেষ নেপাল এসএ গেমসে বিয়ের পর দুইজনই অংশ নিয়েছেন। আল-আমিন পেয়েছেন ব্রোঞ্জ আর নিশা রৌপ্য। তাও আবার একই দিনে।

পৃথক ডিসিপ্লিনে দুজনেই কৃতিত্ব দেখিয়েছেন। আল-আমিন স্বর্ণ জিতেছেন বক্সিংয়ে, নিশা ভারোত্তোলনে।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বক্সিং ইভেন্টে রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৬৪ কেজি লাইট ওয়েটারে স্বর্ণ জেতেন আল-আমিন। একই দিনে নিশা ময়মনসিংহ জেলা জিমন্যাশিয়ামে ভারোত্তোলনের ৭৬ কেজিতে স্বর্ণ জেতেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন