parbattanews

এডিসি ও জেলা আ.লীগ সভাপতির কুতুবদিয়ায় দূর্যোগ এলাকা পরিদর্শন

Kda-6 (1)

কুতুবদিয়া প্রতিনিধি:

ঘুর্ণিঝড় রোয়ানু‘র প্রভাবে কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এডিসি (জেনারেল) আনোয়ারুল নাসের। তিনি রোববার কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহি কর্মকর্তা সালেহীন তানভীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগ নেতা এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুচছাফা, থানার ওসি অং সা থোয়াই, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান, ছৈয়দা মেহেরুন নেছা, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি সভাপতি জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, উত্তর ধুরুং ইউপি‘র প্যানেল চেয়ারম্যান মো. হোছাইন, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

অতিথিরা প্রথমে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন উত্তর ধুরুং এর বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন। দূর্যোগে পরিবারদের সব ধরণের সরকারি ত্রাণ সহায়তাসহ সার্বিক সাহায্য প্রদানের আশ্বাস দেন। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণে অংশ নেন তারা। পরে আলী আকবর ডেইল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, বসত বাড়ি সড়ক পরিদর্শনসহ অসহায় মানুষদের সাথে কথা বলেন।

বিকেলে উপজেলা নির্বাহি কার্যালয়ে এসে জনপ্রতিনিধি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকদের সাথে এক বৈঠক করেন। উপজেলা নির্বাহি অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে দূর্যোগের বিভিন্ন জরুরী দিক তুলে ধরে করণীয় ও সেবা নিশ্চিতে তড়িৎ পদক্ষেপের নির্দেশ দেন এডিসি আনোয়ারুল নাসের ও জেলা আ.লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। এ সময় বেড়িবাঁধসহ ক্ষয়-ক্ষতির পূর্ণ রিপোর্ট তৈরি ও উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণেরও নির্দেশ দেন তারা।

Exit mobile version