parbattanews

এপিবিএনকে ৩টি গাড়ি দিল ইউএনএইচসিআর

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতার করায় এপিবিএনের প্রশংসা
ইমাম খাইর, কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)কে তিনটি গাড়ি প্রদান করেছে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এপিবিএন অধিনায়কদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন ইউএনএইচসিআরের কক্সবাজার অফিস প্রধান মিস ইটা সুকি।

রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় এপিবিএনের কাজের সুবিধার্থে গাড়িগুলো প্রদান করা হয়েছে।

মিস ইটা সুকি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকার প্রশংসা করেন। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ করে, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতার করায় ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মিস ইটা সুকি।

এপিবিএনকে গাড়ি প্রদান করায় ইউএনএইচসিআরকে ধন্যবাদ দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ্ রেজওয়ান হায়াত। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরের মিস ইটা সুকিকে ধন্যবাদ জানানো হয়।

গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক শিহাব কায়সার খান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক ও ইউএনএইচসিআরের কর্মকর্তা ইখতিয়ারউদ্দিন বায়েজিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version