parbattanews

এফপিএবি রাঙামাটি শাখার নির্বাচনে মুজিবর সভাপতি, আকাশ সম্পাদক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পরিবার পরিকল্পনা (এফপিএবি) রাঙামাটি শাখার ২০১৫-২০১৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে বুধবার। এতে সভাপতি পদে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান দিপু। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি। বিনা প্রতিদ্বন্ধিতায় (অবৈতনিক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবুল কালাম আকাশ।

অন্যান্য পদের মধ্যে (অবৈতনিক) সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোলায়মান, (অবৈতনিক) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শামসুল আলম, মেডিকেল সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ ওমর ফারুক, এ্যাডভোকেসী সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার, মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন, জুবাইতু নাহার জেবু, যুব সম্পাদক নির্বাচিত হয়েছেন আঁিখ আক্তার, সদস্য নির্বাচিত হয়েছেন রোকসানা আক্তার, জান্নাতুল নাঈম, বেবী আক্তার, জামশেদ আহমেদ চৌধুরী, খোকন কুমার দে।

এ নির্বাচনে জাতীয় কাউন্সিলর নির্বাচিত নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান দিপু, হয়েছেন হারুনুর রশীদ চৌধুরী, জুবাইতু নাহার জেবু ও দেবীকা মহাজন। সানজিদা আক্তার চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় যুব কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে এফপিএবি কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি জেবুন্নেছা রহিম এবং সভার সঞ্চলনা করেন সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দিপু। এসময় সমিতির উন্নয়নে বিভিন্ন্ আলোচনা করা হয়।

এর আগে নির্বাচনে নীল নকশার অভিযোগে নির্বাচন বর্জন করেন সভাপতি পদপ্রার্থী জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং আরেক সভাপতি পদপ্রার্থী শামশুর নাহার। নির্বাচনকে অস্বচ্ছতার অভিযোগ এনে গত মাসের ২৭ অক্টোবর আদালতে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানীর পর মামলাটি খারিজ করে দেন।

Exit mobile version