parbattanews

এবার আল হিলালে বিশ্বকাপ মাতানো মরক্কান গোলরক্ষক বোনো

ইউরোপ ছেড়ে একের পর এক ফুটবলার পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পরই বদলে গেছে সৌদির ফুটবল। নেইমারের পর এবার তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের আল হিলালে যোগ দিয়েছেন বিশ্বকাপে আলো ছড়ানো গোলরক্ষক ইয়াসিন বোনো। ক্লাবের সঙ্গে মরক্কোর তারকার চুক্তির শর্তগুলো প্রকাশ করা হয়নি। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানচ্ছে, সেভিয়া থেকে আসা বোনোকে ২১ মিলিয়ন ইউরো দেবে আল হিলাল।

শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের খেলোয়াড় হিসেবে ৩২ বছর বয়সী ইয়াসিন বোনোকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। জানা গেছে, শিগগিরই হবে তার মেডিকেল।

২০২২ বিশ্বকাপে রীতিমত রুপকথার গল্প লিখেছিল মরক্কো। ইতিহাস গড়ে নাম লিখিয়েছিল সেমিফাইনালে। মরক্কোর সেই চমক লাগানো পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন বোনো। পেনাল্টি ঠেকিয়ে নায়কও হয়েছিলেন। সেই ইয়াসিন বোনোকেই এবার দেখা যাবে সৌদি আরবের ক্লাব আল হিলালে, নেইমারের সঙ্গে খেলতে।

২০১৯ থেকে বোনো ছিলেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে। ২০১৯-২০ মৌসুমে লোনে খেলেন ৬ ম্যাচ। পরের মৌসুমে তাকে কিনে নেয় সেভিয়া। তিন মৌসুমে খেলেন ৯০ ম্যাচ।

Exit mobile version