এবার কান উৎসবে রাশিয়া নিষিদ্ধ

fec-image

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের নাগরিকদের জন্য মঙ্গলজনক পরিস্থিতি ফিরে আসা এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখবে আয়োজকরা।

মঙ্গলবার (১ মার্চ) কানের অফিসিয়াল ওয়েবসাইটে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।

বিবৃতিতে উল্লেখ রয়েছে, ‘এবারের উৎসবে আমরা রুশ প্রতিনিধিদের স্বাগত জানাবো না এবং রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত কাউকে কানে উপস্থিত হওয়ার সুযোগ দেবো না।’

ইউক্রেনে রুশ হামলা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে মহাসংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া ও দেশটির নেতাদের এমন নেতিবাচক মনোভাবের নিন্দা জানিয়েছে কান উৎসব। আয়োজকদের দৃষ্টিতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একইসঙ্গে ইউক্রেনের জনগণ এবং এর অঞ্চলের বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়েছেন তারা।

ইউক্রেনীয় শিল্পী ও পেশাদার চলচ্চিত্রকর্মী এবং তাদের পরিবারকে নিয়ে কান উৎসব বিশেষভাবে উদ্বিগ্ন, যাদের জীবন এখন হুমকির মুখে। উৎসব আয়োজকদের কথায়, ‘তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের সঙ্গে আমাদের কখনও দেখা হয়নি। আবার অনেককে আমরা ইতোপূর্বে কানে স্বাগত জানিয়েছি। তারা এমন কিছু ছবি নিয়ে এসেছিলেন, যার মাধ্যমে আমরা ইউক্রেনের ইতিহাস ও বর্তমান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।’

রাশিয়াকে নিষিদ্ধ করলেও ইউক্রেনে আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে প্রতিবাদ জানানো কিছু রুশ নাগরিকের সাহসিকতার প্রশংসা করেছে কান উৎসব। তাদের মধ্যে আছেন শিল্পী এবং পেশাদার চলচ্চিত্রকর্মী, যারা ইউক্রেনে অসহনীয় বোমাবর্ষণ করা রুশ শাসকদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন