parbattanews

এবার রংপুর রাইডার্সে গেইল

পার্বত্যনিউজ ডেস্ক:

বিপিএলের আসন্ন মৌসুমে চিটাগং ভাইকিংস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। জানা গেছে, এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। তার সঙ্গে দলটির কথা পুরোপুরি চূড়ান্ত। তবে, তিনি পুরো টুর্নামেন্টে খেলবেন না। তাকে হয়তো দুই-চারটি ম্যাচে খেলতে দেখা যেতে পারে।

ক্রিস গেইল টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও বর্তমানে ফর্মে নেই তিনি। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে নিয়মিত নন। ঘরোয়া ক্রিকেটেও তেমন একটা সুবিধা করতে পারছেন না।

ক্রিস গেইল ছাড়াও রংপুর রাইডার্স ইতোমধ্যে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ও ক্যারিবীয় লেগস্পিনার স্যামুয়েল বাদরিকে। তাছাড়া প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে।

আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপেএলের পঞ্চম আসর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।

Exit mobile version