parbattanews

এশিয়ার খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র বিমোচনে বিভিন্ন দেশের কৃষক নেতাদের আঞ্চরিক সভা

 

কক্সবাজার প্রতিনিধি:

এশিয়া ও দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দারিদ্র বিমোচনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির এই অঞ্চলের কৃষকদের সাথে শক্তিশালী যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে এশিয়ার কৃষক নেতাদের মধ্যে দুই দিনের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে ১০টায় সুগন্ধা পয়েন্টের এক আবাসিক হোটেলের হল রুমে এ আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়। কোস্ট ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ, ফিলিপিন, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা এবং ভারতের ৩০ জন কৃষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, কোস্ট ট্রাস্টের নিবার্হী পরিচালক রেজাউল করিম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন দেশ থেকে কৃষক নেতারা।

সভায় আলোচনা হয়, নিজেদের মধ্যে ভাল যোগাযোগর মাধ্যমে এক দেশের ভাল উদ্যোগগুলো অন্য দেশে প্রয়োগ করে কৃষিক্ষেত্রে সফলতা আনা। এছাড়া কৃষকদের উন্নয়নে একটি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।

Exit mobile version