parbattanews

এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক সাকিব আল হাসান

অধিনায়কত্ব থেকে তামিম ইকবালের সরে দাঁড়নোর পর ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। এই এক সপ্তাহে নতুন অধিনায়কত্ব নিয়ে নানা রকম খবর চাউর হয়েছিলো। অধিনায়ক হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ সাকিবকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশকে ৫০টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন সাকিব। সর্বশেষ ২০১৭ সালে এ সংস্করণে অধিনায়কত্ব করেছিলেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন, এরপর ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল তাঁর।

Exit mobile version