parbattanews

এসিআই মটরস বাজারে আনলো ধান কাটার আধুনিক যন্ত্র

Bandarban pic-27.4.2017 (1)

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

খরচ ও সময় বাঁচাতে বেসরকারী প্রতিষ্ঠান এসিআই মটরস বাজারে আনলো ধান কাটার আধুনিক যন্ত্র। এ মেশিন দিয়ে জমি থেকে ধান কাঁটা ও তাৎক্ষনিক বস্তা বন্দি করা যায়।

বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের একটি ধান ক্ষেতে এসিআই গ্রুপের মিনি কম্বাইন হারভেস্টারের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস প্রফেসর ড. এমএ সাত্তার মণ্ডল। এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ যন্ত্রদিয়ে এক একর জমির ধান/গম কাটতে সময় লাগে ৩ ঘন্টা জ্বালানী খরচ হয় প্রায় ৬ লিটার ডিজেল। এটি দিয়ে প্রতিদিন ৮ঘন্টা কাজ করা যাবে।

অর্থনীতিবিদ ড. এমএ সাত্তার মণ্ডল বলেন, এটি ব্যবহারের মাধ্যমে কৃষকদের শ্রমিক সমস্যা দুর হবে। এছাড়া, অর্থনৈতিক উন্নয়ণের ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি।

ধান কাটার খরচ কমাতে সাধারণ কৃষকের কাছে এ যন্ত্রটি জনপ্রিয় করার জন্য স্বল্পমূল্য ও কিস্তিতে সেটি বিতরণ করা হবে বলেও জানান এসিআই মটরস’র চিফ বিজন্যাস অফিসার সুব্রত রঞ্জন দাস।

Exit mobile version