parbattanews

ঐক্যবদ্ধভাবে কাজ করুন উপজেলা নির্বাচনের বিজয় সুনিশ্চিত : বান্দরবার জেলা পরিষদ চেয়ারম্যান

থানচি প্রতিনিধি:

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাকে নমিনেশান দেয় তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় সুনিশ্চিত ।

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সারা দেশের  বিজয় হয়েছে  তা ধারাবাহিকতা রক্ষা করতে দলের সিন্ধান্তের প্রতি মেনে নিয়ে এক যোগে কাজ করুন।

প্রধানমন্ত্রীর নির্বাচনের ইস্তেহার অনুসারে গ্রামে গ্রামে বেকার যুবক ও গরীবের তালিকা হচ্ছে । গ্রামকে শহর করার লক্ষ্যে নৌকায় ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান উপহার দেয়া আহব্বান জানান।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত  মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্যকালে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থোয়াইহ্লামং মারমা, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি উবামং মারমা, অংপ্রু ম্রো, সাংগঠনিক সম্পাদক অলসেন ত্রিপুরা, মুইশৈথুই মারমা, মংপ্রুঅং মারমা, মোহাম্মদ মোহসীণ মিঞা, মালিরাং ত্রিপুরা, কৃষক লীগের সভাপতি শৈসাচিং মারমা, যুব লীগের সভাপতি সচিন ত্রিপুরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডলিচিং মারমা প্রমূখ ।

এর আগে সকাল ১০টায় থানচি উপজেলার একমাত্র কলেজে অবকাঠামো উন্নয়ন, একাডেমি ভবন নির্মানে লক্ষ্যে কলেজের ভূমি বিরোধ নিয়ে মালিক পক্ষ ও কলেজের পরিচালনা পর্ষদ কে নিয়ে দীর্ঘ দিনের বিরোধ নিস্পত্তি করেন তিনি।

Exit mobile version