parbattanews

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারিনি’

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারিনি। কারণ আওয়ামী লীগ নেতার দল নয়, আওয়ামী লীগ কর্মীর দল। কেউ আওয়ামী লীগকে রুখতে পারে না। আওয়ামী লীগ অপ্রতিরুদ্ধ বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বুধবার (১৭ মে) বিকেলে রাঙামাটি জেলা আওয়ামী লীগের আয়োজনে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, পাহাড়ে অপরাধী-নিরাপদী অনেক মানুষের রক্ত ঝড়েছে। শেখ হাসিনার ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছেন। শান্তি চুক্তি হলো শান্তির ফসল। পার্বত্য চট্টগ্রামকে যদি সুপরিকল্পিতভাবে গড়ে তোলা যায় তাহলে এ অঞ্চল পর্যটন সমৃদ্ধ নগরী গড়ে উঠবে।

এর আগে জেলা ও উপজেলা থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের হাজারো নেতা-কর্মী জেলা পরিষদ কার্যালয় থেকে র‌্যালী নিয়ে অনুষ্ঠানেস্থলে মিলিত হয়।
এরপর অতিথির সৌজন্যে একটি মনোজ্ঞ সম্প্রীতির নৃত্য পরিবেশন করা হয়।

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, নারী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ দলটির বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

নিউজটি ভিডিওতে দেখুন:

‌‌‌`প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পাহাড়ে শান্তি ফিরেছে'

Exit mobile version