parbattanews

‘ঐতিহাসিক রামগড়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা ‘ঐতিহাসিক রামগড়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) রামগড় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাংবাদিক, লেখক মো. নিজাম উদ্দিন লাভলু’র সম্পাদনায় প্রকাশিত ‘ঐতিহাসিক রামগড়’র প্রকাশক উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। ম্যাগাজিনে প্রাচীন সাবেক মহকুমা ও মুক্তিযুদ্ধের সেক্টর-এক এর হেডকোর্য়াটার রামগড়ের মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের গৌরবময় স্মৃতিকথাসহ ইতিহাস-ঐতিহ্য নিয়ে মূল্যবান লেখা স্থান পেয়েছে।

আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারদের মাঝে ম্যাগাজিনের কপি বিতরণ করা হয়। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘ঐতিহাসিক রামগড়’র সম্পাদক মো. নিজাম উদ্দিন লাভলু ছাড়াও থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Exit mobile version