parbattanews

‘ওমিক্রণ মোকাবিলায় সতর্ক থাকতে হবে’

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সারাবিশ্বে ওমিক্রন রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের পার্শবর্তী দেশ ভারতে ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের জেলা সদরে এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার বুস্টার দেওয়া শুরু করেছে।

ডিসি আরও বলেন- কাপ্তাই হ্রদ আমাদের মায়ের মতো। হ্রদটির পরিবেশ রক্ষায় আমাদের মমতাবোধ থাকতে হবে। যারা হ্রদে সাউন্ড সিস্টেম ব্যবহার করে শব্দ দূষণ করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সভায় রাঙামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. ফেরদৗস ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু, রাঙামাটি পর্যটন করপোরেশন এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, রাঙামাটি রোভার স্কাউট এর সাধারণ সম্পাদক নুরুল আবছার, রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি দীপংকর দেওয়ান, সাধারণ সমম্পাদক মঈননুদ্দীন সেলিম, রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নেকাব্বর হোসেন, রাঙামাটি বোট মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রমজার আলী, গণমাধ্যম কর্মীসহ পর্যটন সংশ্লিষ্ট অন্যারা সভায় অংশ নিয়েছেন।

Exit mobile version