parbattanews

কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় পাওয়া যাবে জন্ম নিবন্ধন সনদ 

দীর্ঘ ৩৪ মাস প্রায় তিন বছর বন্ধ থাকার পর কক্সবাজারে ও তিন পার্বত্য জেলায় জন্ম নিবন্ধন সনদ কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে।

রবিবার (১২ ‍জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

২০১৭ সালে মিয়ানমারের আরাকান রাজ্যে সেনা নির্যাতনের লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশের উখিয়া-টেকনাফের সীমান্তের ৩৪ টি ক্যাম্পে ১২ লক্ষাধিক রোহিঙ্গা এখন অবস্থান করছে।

রোহিঙ্গারা বাংলাদেশের জন্ম সনদ সংগ্রহ করতে পারে এমন সন্দেহে কক্সবাজার জেলা ও পার্বত্য বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় জন্ম সনদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

এতে স্থানীয় নাগরিকদের নানা ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি বিবেচনা করে এটি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকবেন জন্ম নিবন্ধন সনদ ইস্যু কমিটির প্রধান। আবেদনকারীদের আবেদন যাচাই-বাছাই করে সত্য হলে নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে অনুমোদন দিলেই কেবল জন্ম সনদ পাওয়া যাবে।

Exit mobile version