parbattanews

কক্সবাজারের ইয়াবা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির

IGP-Shohidul

কক্সবাজার প্রতিনিধি:

ইয়াবা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফে ‘মাদক ও জঙ্গিবাদ বিরোধী’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এ সমাবেশে পুলিশ প্রধান আরও বলেন, ইয়াবা রোধে যতটা কঠোর হতে হয় পুলিশ ততটা কঠোর হবে। পাশাপাশি জঙ্গিবাদ ও অবৈধ হুণ্ডি ব্যবসা বন্ধে জনগণকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এসএম মনির উজ জামান, জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এর আগে টেকনাফ মডেল থানার নতুন ভবন ও বাহারছড়ায় নবনির্মিত পুলিশ তদন্ত কেন্দ্র’র ভবন উদ্বোধন করেন আইজিপি।

Exit mobile version