parbattanews

কক্সবাজারের ঈদগাঁহে ভূয়া বাবা রোহিঙ্গা মেয়েসহ আটক

প্রতীকী ছবি

রোহিঙ্গা মেয়ের ভুয়া বাবা সেজে পাসপোর্ট করতে গিয়ে কক্সবাজার পাসপোর্ট অফিস পরিচালকের হাতে আটক হয়েছে রোহিঙ্গা নারীসহ কথিত বাবা।

মঙ্গলবার (২৭ আগষ্ট) কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে অফিস কর্তৃপক্ষ।

কক্সবাজার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম জানান, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহস্থ জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন সীমান্তবর্তী পূর্ব নাইক্ষংদিয়ার মনজুর আলম রোহিঙ্গা নারী আসমাকে নিয়ে বাবা-মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে আসেন। সন্দেহ হলে আসমার আঙুলের ছাপ পরীক্ষা করলে আঙুলের ছাপ রোহিঙ্গাদের তালিকার ছাপের সাথে মিলে যায়।

জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে আসমা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে এবং টাকার বিনিময়ে মনজুর আলমকে বাবা সাজিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেন বলে জানান। আসমার প্রকৃত নাম রশিদা। তার বাবার নাম আব্দুল আমিন। সে উখিয়া উপজেলাস্থ জামতলী ক্যাম্পে থাকেন।

পরে ভূয়া বাবা ও রোহিঙ্গা নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Exit mobile version