parbattanews

কক্সবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে বলেছিলেন বঙ্গবন্ধু: এমপি কানিজ ফাতেমা মোস্তাক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী কানিজ ফাতেমা মোস্তাক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত বড় মনের একজন নেতা। তিনি বাংলাদেশকে ভালবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। তিনি জীবিত থাকতেই কক্সবাজার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাকে বলেছিলেন। আজ তার কথা খুব বেশি করে আমার মনে পড়ছে।

রবিবার (৭ এপ্রিল) তিনি একথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ আমি সংসদ সদস্য। সাধ্যমত কক্সবাজার উন্নয়নে ভূমিকা রাখতে চেষ্টা করে যাব।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নূরী।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ জাফর উল্লাহ নূরী মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সদরের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, প্রফেসর আবুল মনসুর, আফরোজা সুলতানা, জেলা পরিষদ সদস্য যথাক্রমে জিয়া উদ্দিন জিয়া, আশরাফ জাহান কাজল, জান্নাত আরা ও আসমাউল হুসনা, প্রভাষক আফরোজা সোলতানা, আইয়ুবুর রহমান, সাংবাদিক শামসুল হক শারেক ও প্রফেসর ফরিদুল আলম।

এর আগে অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক, বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version