parbattanews

কক্সবাজারের কুতুবদিয়ায় যাত্রীবাহী লঞ্চ ডুবি, নিখোঁজ ১, কোটি টাকার মালামাল নষ্ট

%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আকবর বলী জেটি ঘাটস্থ ‘কুতুবদিয়া চ্যানেলে’ যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোঃ সাকিব (১৩) নামে এক যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। সে উত্তর ধুরুং গ্রামের রমিজ আহমদের পুত্র।

উপজেলার উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী জানিয়েছেন, সকাল ৭টায় চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ঘাট থেকে মোঃ কালু কোম্পানীর এম এল উপহার লঞ্চটি কুতুবদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। লঞ্চে ৬০ জন যাত্রী ও দেড় কোটি টাকার মালামাল ছিল। লঞ্চটি ১১ টার আকবর বলী ঘাটে যাত্রী নামিয়ে অপর একটি ঘাটে যাওয়ার স্রোতের তোড়ে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। মোঃ সাকিব (১৩) এক যাত্রী ছাড়া বাকিদের উদ্ধার করে স্থানীয়রা।

তিনি আরও জানান, যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও লঞ্চে থাকা সব মালামাল নষ্ট হয়ে যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংচা থোয়াই জানিয়েছেন, লঞ্চ ডুবির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উদ্ধার তৎপরতায় নৌ বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেয়। ইতোমধ্যে লঞ্চটি উদ্ধার করে আবদুল মালেক শাহ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে।

Exit mobile version