parbattanews

কক্সবাজারের নতুন স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত অনুর্ধ্ব ১৬ দলের তিনদিনের ম্যাচ ড্র

 

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার :

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রাক্টিস গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ বনাম ভারতের মধ্য প্রদেশ অনুর্ধ্ব-১৬ দলের মধ্যকার তিনদিনের প্রাক্টিস ম্যাচ ড্র হয়েছে। ম্যাচের মঙ্গলবার তৃতীয় ও শেষ দিন বাংলাদেশ ১ম ইনিন্সে সব কটি উইকেট হারিয়ে ১০৬ ওভার ৩ বল খেলে ১২৯ রান করে ফলোঅনে পড়ে। বাংলাদেশ দলের বীনা ঘোষ সর্বোচ্চ ৪৪ রান করেন।

ভারতের মধ্য প্রদেশ দলের অভিষেক কুমার ৩ উইকেট লাভ করেন। ফলোঅনের মুখে বাংলাদেশ দল ২য় ইনিন্সে ৩৮ ওভার খেলে ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান করেন। বাংলাদেশ দলের বীনা ঘোষ ২য় ইনিন্সে ৩৮ রান করেন।

এর আগে মধ্য প্রদেশ ১৬ দল সব কটি উইকেট হারিয়ে ২৯০ রান করেছিলেন। মধ্যপ্রদেশ দলের আশুতোষ শর্মা ১০৫ রান করে সেঞ্চুরী হাঁকান। বাংলাদেশ দলের সিদ্দিকুর ৮০ রানের বিনিময়ে একাই নেন ৯ উইকেট।

Exit mobile version