parbattanews

কক্সবাজারের বাঁকখালী নদীর জৌলুশ ফিরিয়ে দিতে চলছে অভিযান

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধভাবে দখলের পর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছেন।

অভিযানের সময় দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা চালায় আব্দুল খালেক নামে এক ভূমি দখলবাজ। উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদীর অবৈধ দখল উচ্ছেদে নেমেছে প্রশাসন। পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার উচ্ছেদের প্রথম দিন দায়িত্বরত অবস্থায় সাংবাদিক উপর দখলদার আবদুল খালেকের নেতৃত্বে ১০-১২ জন যুবক হামলা চালায়।

এ সময় বেশ কয়েক সাংবাদিককে মারধরের পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপ করে দখলদাররা। পরিস্থিতি দেখে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাংবাদিকদের দাবি, উচ্ছেদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ দিকে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করায় সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীসহ স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য, উচ্ছেদকৃত জমিতে একটি নৌ-বন্দর করার জন্য ২০১০ সাল থেকে প্রজ্ঞাপন প্রকাশ করেছিল সরকার। আর এই জমিটি বিআইডব্লিটিএ কে বুঝিয়ে দেয়ার জন্য হাইকোর্টের আদেশ রয়েছে।

Exit mobile version