কক্সবাজারের মেয়ে নাশিত জামানের অস্কার লাভ

1653486_729089190455923_1123197186_n

বিনোদন রিপোর্ট:

কক্সবাজারের মেয়ে নাশিত জামান অস্কার পেয়ে বিরল সম্মান অর্জন করেছে। তাকে গত ২ মার্চ এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশী বংশোদ্ভুত এই প্রথম কোন মেয়ে এ সম্মান অর্জন করলেন। ছোট বেলা থেকে বিজ্ঞান মনস্ক নাশিত জামান তার লেখাপড়ার গন্ডি পেরিয়ে বিশ্ববিখ্যাত ওয়াল্ড ডিজনী কোম্পানীতে যোগদান করেন এবং থ্রিডি এনিমেশনের প্রতি ঝুকে পড়েন। যার ফলশ্রুতিতে তৈরী করে বসে ‘ফ্রোজেন’ নামক থ্রিডি এনিমেটেড মুভি। এই মুভির ডিজিটাল ও লাইটিং এফেক্টের জন্য তাকে এবার পৃথিবীর সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরস্কার অস্কার একাডেমিক এওয়াডে ভুষিত করা হয়।

আমেরিকা প্রবাসী কক্সবাজারের কৃতি সন্তান হারুনুজ্জামানের বড় মেয়ে এই নাশিত জামান। সে সাবেক সংসদ সদস্য মরহুম খালেকুজ্জামান ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের বড় ভাইয়ের প্রথম সন্তান।সাবেক শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদের প্রথম পুত্র হারুনুজ্জামান ১৯৭৮ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইডি নিয়ে আমেরিকায় গবেষণার পাশাপাশি বসবাস শুরু করে। নাশিত জন্মগত সুত্রে আমেরিকান হলেও তার পিতৃভূমি কক্সবাজার তথা বাংলাদেশকে নিয়ে গর্ব করেন। ভবিষ্যতে সে তার কর্ম দিয়ে বিশ্বের আরো বড় বড় সম্মান ও স্বীকৃতি লাভে সকলের দোয়া কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন