parbattanews

কক্সবাজারের ৮ থানায় নতুন ওসি হলেন যারা

গত ৩১ জুলাই টেকনাফ পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় তৎকালীন টেকনাফ থানার ওসিসহ জেলা পুলিশের ভূমিকায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনা করে পুলিশ সদর দপ্তর জেলার প্রায় দেড় হাজার পুলিশ পরিবর্তন করে তাদের স্থলে নতুন পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার ৮ উপজেলায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিয়োগ দেয়া হয়েছে। জেলায় নতুন নিয়োগ পাওয়া পুলিশ সুপার হাসানুজ্জামান এই নিয়োগ দেন।

কক্সবাজার সদর থানায় শেখ মুনিরুল গিয়াস, টেকনাফ থানায় হাফিজুর রহমান, উখিয়া থানায় আহমদ সঞ্জুর মুর্শেদ, মহেশখালী থানায় মোহাম্মদ আব্দুল হাই, চকরিয়া থানায় শাকের মো. জুবায়ের, রামু থানায় কে এম আমিরুজ্জামান, পেকুয়া থানায় মো. সাইফুর রহমান মজুমদার ও কুতুবদিয়া থানায় মো. জালাল উদ্দীনকে ওসি হিহেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, মেজর সিনহা হত্যার ঘটনায় টেকনাফের তৎকালীন ওসি প্রদীপসহ ১০ পুলিশ ওই মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছে।

Exit mobile version