parbattanews

কক্সবাজারে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

চট্টগ্রাম থেকে চকরিয়া ফেরার পথে গাড়িতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মুহাম্মদ মামুন (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার(২২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সোহাগ পরিবহনে করে কর্মস্থল চকরিয়া ফেরার পথে এই ঘটনা ঘটে।

নিহত মামুন পেশায় সেনিটারি মিস্ত্রি। তিনি বরগুনা জেলার পাথরঘাটা কাকরিয়া রূপগঞ্জ এলাকার আব্দুল মালেক হাওলাদারের ছেলে। বর্তমানে চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মঙ্গলবার(২৩ অক্টোবর)এই রিপোর্ট লিখা পর্যন্ত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। নিহত মামুনের বড় ভাই মুহাম্মদ হানিফ মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমরা কাজের প্রয়োজনে চকরিয়া বাসা ভাড়া নিয়ে থাকি। সেনিটারি কাজ করি। মামুন মালামাল কিনতে চট্টগ্রাম গিয়েছিল। মালামাল ট্রান্সপোর্টে তুলে দিয়ে সোমবার বিকাল ৪টায় সোহাগ পরিবহনে করে চকরিয়া ফিরছিল।

তিনি বলেন, চকরিয়া অতিক্রম করেও গাড়ি থেকে না নামায় সুপারভাইজার সীটে গিয়ে দেখে মামুন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে কক্সবাজার পৌছে রাত ১০টার দিকে গাড়ীর চালক-হেলপারসহ সবাই মিলে তাঁকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এটি একটি দুর্ঘটনা বলে মনে করেন নিহতের বড় ভাই হানিফ। আইনী প্রক্রিয়া শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version