parbattanews

কক্সবাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করলো প্রশাসন

কক্সবাজার শহরের বড় বাজারে ভোজ্য তেলের মজুদ যাচাই ও বাজারমূল্য মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে ভোজ্য তেল বিক্রেতাগণকে অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করতে বলা হয়। সেই সঙ্গে অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে ক্রেতাদের কষ্ট দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান অভিযানকারী কর্মকর্তা।

এ সময় সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রত্যয় ব্যক্ত করেন বিক্রেতা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।অভিযানকালে ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থ জেলা প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

Exit mobile version