parbattanews

কক্সবাজারে অর্নাস তৃতীয় বর্ষের পরীক্ষা পিছানোর দাবীতে আন্দলনরত শিক্ষার্থীদের মানববন্ধনে-সাংসদ সাইমুম সরওয়ার

IMG_20160103_131859

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস তৃতীয় বর্ষের চুড়ান্ত পরিক্ষার রুটিন পিছানোর দাবীতে কক্সবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের এ মানববনন্ধনে যোগ দিয়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

রবিবার বেলা ১২ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী এই মানব বন্ধনে অংশগ্রহণ করে। ‘১৮-৬ এ বছর নয় ১২ মাসে বছর হয়’ এই শ্লোগানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের ব্যানার সারা দেশের ন্যায় কক্সবাজারেও এ মানববন্ধন করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে পড়ালেখা ও পরীক্ষা সম্পন্ন করতে হবে। এতে চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই। পরীক্ষা পিছানোর ব্যাপারে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান।

এ সময় শিক্ষার্থীরা বক্তবে জানান, ১২ মাসের পরীক্ষা ৬ মাসে নেওয়ার সিন্ধান্ত কোনভাবেই যৌক্তিক নয়। অসময়ে পরীক্ষা নিয়ে পাশের চেয়ে ফেলের হার বেশি হবে। এ অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানায়। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে শিক্ষার্থীরা জানায়।

Exit mobile version