parbattanews

কক্সবাজারে অস্ত্র মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে অস্ত্র মামলায় নুরুল আলম নামক পলাতক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। সেই সঙ্গে অর্থ অনাদায়ে আরো ১ বছর সাজা দিয়েছেন বিচারক।

সোমবার (১৬ জানুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৯২/২০১৭ শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

আসামি নুরুল আলম টেকনাফ উপজেলার বাহারছরা শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস।

২০১৭ সালের ২১ মার্চ ১টি এলজি, ৪টি শর্টগানের কার্তুজসহ নুরুল আলমকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেখানো তথ্য মতে আরো কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২২ মার্চ টেকনাফ থানায় মামলা হয়। ওই বছরের ১২ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মকসুদ আলম। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নুরুল আলমের বিরুদ্ধে রায় দেন আদালতের বিচারক।

কোর্ট নাজির মো. বেদারুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, আসামি নুরুল আলমের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা, ১টি সরকারি কাজে বাধাদানের মামলা, একটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং ১টি অস্ত্র মামলা রয়েছে।

Exit mobile version