parbattanews

কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিবাদ অব্যাহত

unnamed (2) copy

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

চার ইন্টার্ন চিকিৎসকের অন্যায় স্থগিতাদেশের প্রতিবাদে এবং সর্বস্তরের চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক পরিষদের ঘোষণা অনুযায়ী আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন কক্সবাজারের দায়িত্বশীলরা।

দ্বিতীয় দিনের মত কর্মসূচিতে সোমবার সকালে তারা স্বতঃস্ফুর্ত অবস্থান ধর্মঘট ও ব্যানারসহ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এরপর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করেন। সেখানে ইন্টার্নদের বিভিন্ন ন্যায্য দাবিতে পরিষদের নেতারা বিভিন্ন কথা বলেন এবং দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর অনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য জোড়ালো দাবি জানান।

এসময় কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আরিফ বলেন, ইভটিজিং একটি সামাজিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তি দেশের শত্রু। ইভটিজারদের কোন দল নেই, মত নেই, ধর্ম নেই।

এসময় পরিষদের নেতাদের মাঝে সভাপতি ডা. আরিফসহ, সাধারণ সম্পাদক ডা. রবিন, সহ-সাধারণ সম্পাদক ডা. ইয়াসির আরাফাত, ডা. দীপ জ্যোতি ধর, ডা. আতিক, ডা. স­ঞ্চিতা সেন বক্তৃতা করেন।

Exit mobile version