parbattanews

কক্সবাজারে ইয়াবাসহ আটক ২ জনকে ৬ মাসের জেল

জেল

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের বড়বাজারস্থ পূর্ব রাখানই পাড়া ও কলাতলীস্থ হোটেল-মোটেল জোন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নারীসহ ২ জনকে মাদকসহ আটক করেছে। পরে সংশ্লিষ্ট আইনে তাদেরকে বিনাশ্রমে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে পূর্ব রাখানই পাড়া থেকে ৪৫ টি ইয়াবাসহ আটক করা হয়েছে লামা রাখাইনকে (২১)। তিনি ওই এলাকার থেংসেন রাখাইনের স্ত্রী।

অপরদিকে কলাতলীস্থ হোটেল-মোটেল জোনের রিল্যাক্স রির্সোটের ম্যানেজার মোহাম্মদ ইসমাইলকে (৩২) আটক করা হয়েছে ৪৪ টি ইয়াবাসহ। তিনি মহেশখালী উপজেলার গোরকঘাটার আবদুল গফুরের ছেলে।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর বিভিন্ন ধারামতে ৬ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্য ছাড়াও ছিল, ট্রাফিক পুলিশের এএসপি আবু ছালামের নেতৃত্বে একদল সদস্য।

Exit mobile version