parbattanews

কক্সবাজারে ইয়াবা পাচারের সাথে এক আনসার সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে

4f91c5fc17f1ffcfb838384756643c8db91f288db3450942e159f2d55bafa7a7

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে ইয়াবাসহ এক আনসার সদস্য ও তার সহযোগিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালংএর মো. ছৈয়দ আহমদের ছেলে মো. মিজানুর মিয়া (৩৩) ও কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত বিশেষ আনসার সদস্য মো. হাফিজ উদ্দিন (৪৩)। তিনি কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার চারুলিয়ার মৃত আইয়ুব আলীর ছেলে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কক্সবাজার শহরমুখী মোটর সাইকেল আরোহী ২ জনকে তল্লাশী করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করে। মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।

Exit mobile version