parbattanews

কক্সবাজারে ইয়াবা মামলায় ৩ রোহিঙ্গার ১০ বছর কারাদণ্ড

দেড় লাখ ইয়াবা পাচারের মামলায় ৩ রোহিঙ্গার ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

রবিবার (১৯ মার্চ) এ রায় ঘোষণা করেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

দণ্ডিত আসামিরা হলো- মিয়ানমারের আকিয়াব জেলার সুধাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. ইউনুস, আবু শামার ছেলে নুরুল হক এবং মৃত আবুল কালামর ছেলে মো. আনোয়ার। রায় ঘোষণাকালে তারা পলাতক ছিল।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন আদালতে মামলাটি পরিচালনা করেন। জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

২০১৭ সালের ১৬ জুলাই টেকনাফের নাইট্যং পাড়া ফরেস্ট রেস্ট হাউজের কাছে নাফ নদীতে ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টিম এক অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি বোটসহ ৩ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে আটককৃতদের দেখানো মতে বোটটি তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় হাবিলদার মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।

২০১৮ সালের ১৮ মার্চ মামলাটি বিচারের জন্য কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে চার্জ গঠন (অভিযোগ) হয়।

Exit mobile version