parbattanews

কক্সবাজারে উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

সারা দেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মওলানা সোলাইমান কাশেমী।

প্রধান জামাতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা জজ মুনসী আবদুল মজিদ, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ প্রায় ২০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে।

এ ছাড়া শহরের বায়তুশ শরফ ও বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং বদর মোকাম মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়।

Exit mobile version