parbattanews

কক্সবাজারে কটেজ জোনের দালালচক্রের মূল হোতা গ্রেফতার

কক্সবাজার হোটেল-মোটেল কটেজ জোনের দালালচক্রের মূল হোতা মো. আবদুল মালেক ওরফে টমটম মালেক গ্রেফতার হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) রাতে সুগন্ধা পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ।

সে কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার মৃত গোরা মিয়ার ছেলে।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮ টার দিকে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং বিভিন্ন হোটেলে নিয়ে হয়রানি করতো টমটম মালেক। তার গ্রুপে ৩০ জনের উপর দালাল রয়েছে। তারা পর্যটকদের অল্প ভাড়ায় ‘ভালো হোটেল’ দিবে বলে অপরাধী চক্রের নিয়ন্ত্রিত ও নিম্নমানের কটেজে তুলে দিয়ে কমিশন নিত। শিউলি কটেজের ঘটনায়ও সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মালেক।

মো. রেজাউল করিম জানান, জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক স্বীকৃতি দিয়েছে, কলাতলীর কয়েকজন প্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে পর্যটক হয়রানির কাজ করে থাকে।

তার নিকট থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিন্ডিকেটের সবার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত মালেককে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version