parbattanews

কক্সবাজারে করোনার টিকা সনদ না রাখায় গাড়ি চালককে জরিমানা

কক্সবাজারে করোনা টিকা সনদ না রেখে গাড়ি চালানো, মাস্ক পরিধান না করার অভিযোগে ৫ ব্যক্তিকে দুই হাজার দুইশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া হোটেল মোটেল জোনের কয়েকটি আবাসিক হোটেলে সরকারের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে দিক নির্দেশনা প্রদান করা হয়।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে পৌর এলাকায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় দন্ডিবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় গাড়ি চালকসহ ৫ জনকে সর্বমোট ২২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার কক্সবাজারের সদস্যবৃন্দ। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

Exit mobile version