কক্সবাজারে করোনা সলক্রমণ প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ের দায়িত্ব পেলেন সচিব হেলাল উদ্দিন আহমদ

fec-image

বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে করোনা সংক্রমণ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য কক্সবাজার জেলার দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে।

সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক অফিস আদেশে দায়িত্বপ্রাপ্ত সচিবদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত সচিবগণ সমন্বয় কাজে তাদের নিজ মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের কৃতি সন্তান সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর নাম ৯ নাম্বার ক্রমিকে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন